আজকাল ওয়েবডেস্ক: জনবহুল রাস্তার মোড়ে বেপরোয়াভাবে গাড়ি নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে আটক দুই ছাত্র। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকেই আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকরা নিজেদের পরিচয় আড়াল করতে গাড়ির নম্বর প্লেটগুলি সরিয়ে দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শামসাবাদে। গত ৯ ফেব্রুয়ারির সিসিটিভি ফুটেজে রাস্তার মাঝে রীতিমতো কুন্ডলী পাকিয়ে ঘুরতে দেখা যাচ্ছিল একটি বিলাসবহুল ফরচুনার গাড়িকে। 

একই ভাবে স্টান্ট দেখিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে আরও একটি বিএমডব্লিউ গাড়িকে। গোটা ঘটনার সিসিটিভি ভিডিও প্রকাশ্যে আসতেই সোমবার গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের মধ্যে একজন বছর পচিঁশের মহম্মদ ওবায়দুল্লাহ। তিনি রাজেন্দ্র নগরের বাসিন্দা। অপরজন মালাকপেট এলাকার বাসিন্দা জোহাইর সিদ্দিকী(২৫)। ইতিমধ্যেই ওই স্টান্টের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, গত সপ্তাহে তেলেঙ্গানাতেও একই রকম বেপরোয়া স্টান্টের ঘটনা ঘটে। 

সেখানকার রাজ্য সড়ক পরিবহণ দপ্তরের এক আধিকারিক একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে দেখা যায়, বাইকের পিছনে এক তরুণীকে বসিয়ে বেপোড়াভাবে স্টান্ট দেখাচ্ছেন এক যুবক। ভিডিওটির ক্যাপশনে ওই আধিকারিক লিখেছিলেন, ‘ভ্যালেন্টাইন্স ডে'র নামে যতসব উদ্ভট কান্ড চলছে!’ তিনি আরও লেখেন, ‘অনেকেই প্রেম দিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করে লিখেছেন যে এই বিশেষ দিন উপলক্ষ্যে তাঁদের এই স্টান্ট। একবার কল্পনা করুন, যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে কী হবে’।